1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

শাকিবের সঙ্গে মুক্তি পাচ্ছে ইকবালের ‘ডেডবডি’

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক:

কাই চলচ্চিত্রে শাকিব খানের বন্ধু বলে পরিচিত প্রযোজক ইকবাল। তিনি সিনেমা প্রযোজনার পাশাপাশি নির্মাতাও। শাকিব খানের সঙ্গে এক সময় তার বন্ধুত্ব থাকলেও বর্তমানে তাদের সর্ম্পক ভালো যাচ্ছে না। এরই মধ্যে শাকিব খানের সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে ইকবালের সিনেমা। ইকবাল প্রযোজিত ‘ডেডবডি’ সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।  

সিনেমা প্রসঙ্গে ইকবাল বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ ছবি তাক লাগিয়ে দেবে।’

ঈদে মুক্তির মিছিলে আছে প্রায় ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ‘ডেডবডি’ কতোটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘খেলা তো সবাই খেলে। গোল করে কয়জন? আমি গোল করব। ঈদে যতো সিনেমাই আসুক। ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’

ডেডবডি সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury