1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

‘ব্যাটারি গলির গ্যাঞ্জাম’ দেখার অপেক্ষায় ভক্তরা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:

ব্যাটারি গলিতে বসবাস করেন ব্যতিক্রম কিছু যুবক। তাদের কেউ ড্যান্স নিয়ে ব্যস্ত, কারো মনোযোগ শরীর চর্চায়; আবার কারো কারো বিরোধ ইন্টারনেট ও ডিশ লাইনের ব্যবসা নিয়ে। এসবের মাঝে হঠাৎ সুন্দরী এক নারীর আগমন ঘটে। এরপর তাকে কেন্দ্র করে শুরু হয় বড় গ্যাঞ্জাম।
এমন গল্প নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করেন তিনটি একক নাটক। এগুলো হলো— ‘ফিমেল’, ‘ফিমেল টু’ ও ‘ফিমেল থ্রি’। নাটক তিনটি দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। দর্শক চাহিদা বিবেচনা করে নির্মিত হবে নাটকটির চতুর্থ পার্ট।

সম্প্রতি দেশের বৃহৎ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট, ‘হোটেল রিল্যাক্স’-এর পাশাপাশি ‘ফিমেল’ ড্রামা সিরিজটি করতে পারাটাও দারুণ অনুপ্রেরণার। এর চরিত্রগুলোও ড্যান্স শাহ আলম, বডি সোহেল, লাবু কমিশনারসহ প্রত্যেকেই আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত। দর্শকরা চান নতুন কিস্তি দেখতে। তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি। তাই আরো বড় পরিসরে ‘ফিমেল ৪’ তৈরি করব বলেই বঙ্গর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’’
প্রযোজক ও বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “অমি ও তার টিমের সঙ্গে আমাদের কাজের পূর্ব অভিজ্ঞতা খুবই ভালো। তা ছাড়া ‘ফিমেল’ খুব জনপ্রিয় একটা সিরিজ। ‘ফিমেল’-এর কিস্তিগুলো দারুণ উপভোগ করেন দর্শক। গত বছর ‘ফিমেল ৩’ এসেছিল আমাদের চ্যানেল থেকে। রিলিজের পরপরই সেটি দারুণ সাড়া ফেলে। তাই জনপ্রিয় এই নাটকটিকে আমরাও আরো বড় পরিসরে আনতে চাই। আশা করছি, এই কিস্তিটিও দর্শকদের সমানভাবে ভালো লাগবে।’’

‘ফিমেল ৪’ নাটকের শুটিং শুরু হবে ঈদুল ফিতরের পর। মুক্তির কথা রয়েছে ঈদুল আজহায়। এতে অভিনয় করবেন আগের অভিনয়শিল্পীরা। এ বিষয়ে পরিচালক জানান, ‘‘শহরের কোনো না কোনো মহল্লার গল্পের সঙ্গে মিলে যায় ‘ফিমেল’-এর গল্প। যে গল্পের মধ্যে দর্শকরা অনেক আনন্দ পান, মজা পান। তা ছাড়া চরিত্রগুলোতে যারা অভিনয় করেন, তাদের অভিনয়গুণেও মুগ্ধ হন দর্শকরা। এবার হয়তো দু’একজন আর্টিস্ট পরিবর্তন হতে পারে গল্পের প্রয়োজনে। তবে দর্শক এবারও উপভোগ করবেন এটা আমি বিশ্বাস করি।’’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury