স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের হাওরে বিশ্বের সবচেয়ে বড় আলপনা আঁকা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রোববার (১৪ এপ্রিল) সকালে ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আনুষ্ঠানিকভাবে এই আলপনার উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে জনসাধারণের জন্য এই আলপনা উন্মুক্ত করা হয়।
জুনাইদ আহ্মেদ পলক বলেন, হাওর এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এবার ১৪ কিলোমিটার সড়ক জুড়ে যে আলপনা অঙ্কন করা হয়েছে, তাতে হাওরের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের এ আয়োজন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠাতে যাচ্ছে। এতে দেশের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আগমন ঘটবে। এটি সাংস্কৃতিক বিপ্লবের অংশ।
জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে বাঙালি ঐতিহ্যের এ আলপনা আঁকা হয়েছে। গত শুক্রবার নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর আলপনা আঁকার কাজ উদ্বোধন করেন। দেশের ৬৫০ জন চারুকলা শিক্ষার্থী এ আলপনা আঁকার কাজ করেছেন।