স্টাফ রিপোর্টার:
আকর্ষণীয় গল্প, অসাধারণ অভিনয় ও নির্মাণের কারণে ভারতের দক্ষিণী সিনেমার কদর দিন দিন বাড়ছে। প্রতি বছরই দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে দক্ষিণের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি। বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন পাঁচটি সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
পুষ্পা টু
ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। এটি মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়ায়। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। পরিচালক সুকুমার নির্মাণ করছেন সিনেমাটির ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’। দ্বিতীয় পার্টেও জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু-রাশমিকা। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দেবারা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধ যুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘দেবারা’ শিরোনামে সিনেমা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হবে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যার। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে।
কল্কি ২৮৯৮ এডি
দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
দ্য গ্রেটেস্টে অব অল টাইম
দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় তারকা অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘দ্য গ্রেটেস্টে অব অল টাইম’। তামিল ভাষার এ সিনেমা নির্মাণ করছেন ভেঙ্কট প্রভু। সিনেমাটিতে বিজয়ের সহশিল্পী হিসেবে রয়েছেন মীনাক্ষি চৌধুরী, প্রভু দেবা, স্নেহার মতো শিল্পীরা। গত বছরের অক্টোবর থেকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে।
গেম চেঞ্জার
ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের আরেকটি সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। এস. শংকর নির্মিত এ সিনেমায় রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে এটি