মানিকগঞ্জ প্রতিনিধি,
ঐতিহাসিক মুজিবনগর দিবস২০২৪ ইং উদযাপন উপলক্ষে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবারর সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগ সংগঠনের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালামের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা।