নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মালিবাগ রেলগেটে রেললাইন পারাপারের সময় আব্দুল ওয়াদুদ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি সিকিউরিটি গার্ড কোম্পানির নিরাপত্তাকর্মী।
রোববার (২১ এপ্রিল ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বাবা রামপুরা এলাকায় একটি মার্কেটে নাইট ডিউটি করে সকালে বাসার ফেরার পথে মালিবাগ রেলগেটে এই দুর্ঘটনার কবলে পড়েন। পরে আমরা খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এ এস আই ) মাসুদ মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।