হাসান শিকদার,
বিশেষ প্রতিনিধি,
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খেলাফত মজলিস মানিকগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, মানিকগঞ্জ জেলা সেক্রেটারি ইলিয়াস আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, মানিকগঞ্জ সদর উত্তর থানা সভাপতি মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার সহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
মানিকগঞ্জ পৌর শাখা সভাপতি মাওলানা শেখ মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রোগ্রামের পরিচালনায় ছিলেন শাখা সেক্রেটারি হাফেজ আনিসুর রহমান আনাস।
এ সময় বক্তারা তীব্র তাপদাহে করণীয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে সমালোচনা করেন।