মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে এক রাতে ৫টি সেচযন্ত্র (শ্যালো মেশিন) চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকরা।
এর আগে, বুধবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশান্ডা গ্রামে ও পার্শ্ববর্তী আশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক অজিত বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে দেখি, সেচ মেশিন কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এর কিছুক্ষণ পর আশপাশের আরও ৫-৬ জন কৃষক জানায়, তাদের মেশিনও চুরি হয়েছে। পরে বিষয়টি থানায় জানাই।
কৃষকরা জানান, এখন ধান ফুলে বের হয়েছে। প্রচণ্ড তাপ আর খরায় এমনিতেই বোরো ক্ষেতে পানি থাকছে না। এর মধ্যে, শ্যালো মেশিন চুরি হয়ে গেল। এখন কী করে বোর ক্ষেতে পানি দেব।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শ্যালো মেশিন চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।