1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনামহীনের নতুন গান প্রকাশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ হলো শিরোনামহীন ব্যান্ডের নতুন গান ‘জানে না কেউ’। রাজধানীর এক অভিজাত হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হয় এ গান। গানটি ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় এবং আন্তর্জাতিক সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে দর্শক-শ্রোতাদের জন্য প্রকাশ পেয়েছে। এই গানের মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে ভারতের হিমাচল প্রদেশের মানালি, সিস্যু, বিয়াস নদী ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতে। গানের গল্প চিত্রায়নে শিরোনামহীন ব্যান্ড ছাড়াও ছিলেন অভিনেতা সিফাত আমিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস বিসমি। গানের ভিডিও নির্মাণে সহযোগিতা করেছেন বহুজাতিক কোম্পানি ‘সিনার্জি সল্যুশন্স’।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গানটি শোনা এবং মিউজিক ভিডিও দেখার বিষয়টি নিশ্চিত করেছেন, মুম্বাই থেকে পরিচালিত বিলিভ আর্টিস্ট সার্ভিসেস, যারা ফ্রান্সের প্রতিষ্ঠান বিলিভ মিউজিক ব্যানারে আন্তর্জাতিক আর্টিস্টদের গান পরিবেশন এবং বিপণন করে থাকেন। শিরোনামহীন জানায়, তাদের অষ্টম অ্যালবাম বাতিঘরে সর্বমোট ১০টি গান থাকছে। ব্যান্ডলিডার জিয়াউর রহমানের কথা ও সুরে ‘জানে না কেউ’ গানটির মিউজিক ভিডিওর পাশাপাশি শ্রোতাদের কাভার বা গাওয়ার সুবিধার্থে লিরিক ভিডিও রিলিজ করা হবে। এ ছাড়াও এই গানের চিত্রকল্প ছাড়া পারফরমেন্স ভিডিও এবং শিরোনামহীনের আন্তর্জাতিক শ্রোতাদের জন্য ইংরেজি ভার্সনে গানটি প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury