1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজে

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

অসুস্থ নবজাতকের যত্ন বিষয়ক কর্মশালা

এস এম আকরাম হোসেন :

মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজে ‘ছোট ও অসুস্থ নবজাতকের যত্ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা এবং মাদার স্ক্যানু ও ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট ইউনিটের উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান আফরোজা খানম।

আজ শনিবার (১১ মে) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় মুন্নু মেডিকেল কলেজে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত এবং দুপুরে হসপিটালে মাদার স্ক্যানু ও ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিটের  উদ্ধোধন করা হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, অফ এসিএস আই আর স্টাডি এবং চেয়ারম্যান, ন্যাশনাল টেকনিক্যাল ওয়ার্কিং কমিটি অন নিউবর্ন হেলথ এবং জেনেভাস্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেটার্নাল, নিউবোর্ন, চাইন্ড এন্ড এ্যাডোলেসসেন্ট হেলথ বিভাগের ডাঃ আয়েশা ডি কস্তা, মিস ম্যারিয়ান ওয়াশিংটন এবং মিস ক্যালেইগ এ্যান রাইয়ান, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ জহিরুল করিম এবং মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আখতারুজ্জামান প্রমুখ।

এছাড়া কর্মশালায় অংশ গ্রহন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য বিভাগ ও প্রজন্ম রিসার্স ফাউন্ডেশনের প্রতিনিধি, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ ও মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রতিনিধিবৃন্দ।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আখতারুজ্জামান জানান, নবজাতক মৃত্যুরহার কমানোর লক্ষো প্রি-টার্ম নিওনেট (নবজাতক)দের জন্মের পূর্ব থেকেই প্রসূতি মায়েদেরকে করটিকোস্টেরয়েড(Corticosteroid)ইনজেকশন দেওয়ার মাধ্যমে নবজাতক মৃত্যুহার কমানোর সম্ভাবনা রয়েছে। এব্যাপারে গবেষনা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)  উদ্যোগ গ্রহন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই গবেষনা কার্যক্রম শুরু হয়েছে । বাংলাদেশে এই গবেষনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রজন্ম রিসার্স ফাউন্ডেশন (Projhonmo Research Foundation) PRF নামক একটি বেসরকারী সংস্থাকে।

এ উপলক্ষ্যে গবেষনার নিয়োজিত, স্ত্রী ও প্রসূতিবিদ্যা (Gynae & Obs) বিভাগ এবং শিশু বিভাগের কর্মরত ডাক্তার  এবং নার্সদেরকে “Small and Sick Newborn Care (SSNC)’’ এর উপর প্রশিক্ষন দেওয়া হয়।

এই গবেষনা বাস্তবায়নের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে M-Scanu(এম-স্ক্যানু) Mother Scanu এবং KMC (Kangaroo Mother Care) Unit এর উদ্ধোধন করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আফরোজা খানম।

এধরনের একটি (WHO) Sponsored  আর্ন্তজাতিক চিকিৎসা গবেষনায় বাংলাদেশের বেসরকারী মেডিকেল কলেজের অংশ গ্রহনের এটাই প্রথম, এই গবেষনা বাস্তবায়নের মাধ্যমে নবজাতকের মৃত্যুহার কমানো যাবে। বর্তমান মৃত্যু হার প্রতি হাজারে ২০ (বিশ)টি থেকে ১২ (বারো) টিতে নামিয়ে আনার লক্ষ্য এই গবেষনা কার্যক্রম পরিচালিত হবে । এই গবেষনার ফল ইতিবাচক হলে গবেষনালব্ধ সুপারিশ নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনতে কার্যকারী ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury