1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির জমা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

দেওয়ান সাদমান ইসলাম শাওন,স্টাফ রিপোর্টার।

মানিকগঞ্জে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভুক্তভোগী গ্রাহকরা জমা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন।১৬ই মে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

এইসময় ভুক্তভোগীরা বলেন,আমাদের বীমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।কিন্তু আমরা বার বার অফিসে গেলে তারা আমাদের নানাভাবে ঘুরাচ্ছে।একবার বলে জাতীয় নির্বাচন এর আগে আবার বলে নির্বাচন এর পরে টাকা দিবে।সর্বশেষ বলেছিল রোজার ঈদের পরে আমাদের টাকা দিয়ে দিবে।কিন্তু এখনও পর্যন্ত আমরা কোন টাকা পাই নি।অনেকে চেক হাতে পেলেও ব্যাংকে গেলে জানায় সেই একাউন্টে কোন টাকা নেই।

অনেকে বলেন,আমাদের লাভ্যাংশ লাগবে না আসল টাকা দিলেই হবে।

তারা আরও বলেন, আমরা টাকা না পেলে ঢাকা পর্যন্ত যাব।ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন সহ নানা কঠোর কর্মসূচি পালন করব।

প্রসঙ্গত, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী,ঢাকা সিটি কর্পোরেশন এর প্রথম মেয়র মরহুম কর্ণেল এ.মালেক।এরপর দীর্ঘদিন সানলাইফ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তার পুত্র সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন,এম.পি এবং বর্তমানে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন জাহিদ মালেক এর বোন অধ্যাপক রুবিনা হামিদ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury