মো: সেলিম মিয়া :
মানিকগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের আগ্রগতি পর্যালোচনা করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সমন্বিত সরকারি অফিসের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার ৬৫টি ইউনিয়ন পরিষদের সচিবেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) সানজিদা জেসমীন, সহকারী পরিচালক মেহদি ইমাম, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মোঃ জহির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গ্রাম আদালত সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল করা দরকার। যাতে গ্রামের মানুষের ছোট কোন সমস্যায় পরলে তাদের নিকটতম ইউনিয়ন পরিষদের এজলাসে এসে সমাধান নিতে পারে। এতে গ্রামের সাধারণ মানুষ সল্প খরচে সহজেই বিচার অধিকার পাবে। সে জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের এই বিষয়ে সাধারণ মানুষদের অবগত করার জন্য আহব্বান জানান এবং তাদেরকে প্রতিটি বিচার এজলাসে বসে করার জন্য নির্দেশ প্রদান করেন।