1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ৩য় ধাপের উপজেলা নির্বাচন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ। 

আজ বুধবার  ( ২৯ মে) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া এই দুই উপজেলায়  চলছে ভোটগ্রহণ। 

দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১১ জন। ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন।  এই দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ১৭০ জন। 

এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা  ২ লাখ ৭৬ হাজার ৮ শ ২৩ জন এবং  সাটুরিয়া উপজেলায় ১ লাখ ৫২ হাজার ৩ শ ৪৭ জন।

 সদর উপজেলায় ১০ ইউনিয়ন, ১ টি পৌরসভার মোট কেন্দ্র ১১০ টি,ভোট কক্ষ ৭৩৯টি 

সাটুরিয়া উপজেলায় ৯ টি ইউনিয়ন,ভোট কেন্দ্র ৬০,ভোট কক্ষ ৪৩৮ টি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা যায়।

নিউজ ডেস্ক:/রা.আ/আমার নিউজ

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury