1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

পিএসজিতে ‘অসুখী’ এমবাপ্পে রিয়ালে পেলেন ‘মুক্তির আনন্দ’

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স,

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। স্পেনে নাম লিখিয়ে ফ্রান্সের কঠিন সময়ের দিকে আরেকবার আলোকপাত করে এমবাপ্পে জানালেন রিয়ালে এসে তার মুক্তির আনন্দ হচ্ছে।

রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন এমবাপ্পে। আগামী পাঁচ বছর লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে মাঠ মাতাবেন তিনি। এখনো স্পেনে পা রাখা হয়নি এমবাপ্পের। বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে। সেখানেই সংবাদ সম্মেলনে বললেন অনেক কথা।

এমবাপ্পে জানালেন, বিদায়ের সময় পিএসজির কাছ থেকে বিরূপ আচরণের শিকার হয়েছেন। ওই কঠিন সময়ে পাশে ছিলেন কোচ লুইস এনরিকে ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। এ নিয়ে ফরাসি তারকা বলেন, ‘তারা আমাকে বুঝিয়ে দিয়েছিল, আমি পিএসজির হয়ে খেলতে পারব না। তারা এই কথাটি আমার মুখের উপর বলে দিয়েছিল।’

‘লুইস এনরিকে ও লুইস কাম্পোস আমাকে রক্ষা করেছিলেন। তাদের ছাড়া আমি খেলতেই নামতে পারতাম না। এটাই সত্যি এবং এ কারণেই আমি কোচ এবং স্পোর্টিং ডিরেক্টরের কাছে এত বেশি কৃতজ্ঞ।’-যোগ করেন এমবাপ্পে।

শেষের সময়টুকু অসুখী থাকলেও বাকি সময়ে অবশ্য ভালো ছিলেন জানিয়ে এমবাপ্পে আরও বলেন, ‘পিএসজিতে আমি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। ক্লাবের অনেক মানুষ, খেলোয়াড় এবং কোচ আমাকে অনেক সাহায্য করেছে। পিএসজিতে সবসময় অসুখী ছিলাম-এটা বলা অন্যায় হবে। কেননা, এটা সত্য নয়।’

রিয়ালে যোগ দিয়ে মুক্তির আনন্দে ভাসছেন বিশ্বকাপ জয়ী তারকা, ‘এটা (পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া) অনেক বড় স্বস্তির। আমি খুবই খুশি এবং আমার মুখের দিকে তাকালে সেটা সহজেই বোঝা যাচ্ছে। মৌসুমের শেষের দিকে আমি কম খেলতে পেরেছি; সবাই জানে কেন, কিন্তু সেটা ইউরোর জন্য অজুহাত হবে না।’

রিয়ালের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘কমপক্ষে পাঁচ বছরের জন্য আমি রিয়ালের মাদ্রিদের খেলোয়াড় থাকব। দুর্দান্ত এই ক্লাবে আসতে পেরে ভীষণ আনন্দিত আমি। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যারা আমাকে সাহায্য করেছে, তাদের সবাইকে ধন্যবাদ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury