1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ঈদ যাত্রায় প্রস্তুত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭২ বার দেখা হয়েছে

স্ট্যাফ রিপোর্টটার

দেশের দক্ষিণ-পশ্চিমাচঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট প্রস্তুতসহ ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে একসঙ্গে কাজ করছে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা।

ঘাট সূত্রে জানা গেছে, এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ১২টি রো-রো, দুটি ইউটিলিটি, একটি মাঝারি এবং তিনটি কে-টাইপের ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারপার করা হবে। এ ছাড়া ২০টি লঞ্চ চলাচল করবে।

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌ রুটে পাঁচটি রো-রো ফেরি এবং ১৩টি লঞ্চ ঈদ উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে।

এই নৌরুট ব্যবহারকারীরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার আগে ভোগান্তি ছিল নিত্যদিনের। এখন পদ্মা সেতু চালু হওয়ার পর কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হতে পারছে মানুষ ও যানবাহন।

অপরদিকে, ঘাট এলাকা এবং মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিপুলসংখ্যক পুলিশ কাজ করবে।

বিআইডাব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম শাহ খালিদ নেওয়াজ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পারের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের আগে তেমন কোনো সমস্যা হবে না।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, সার্বক্ষণিক মেডিকেল টিম, মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি না করতে পারে তার জন্য ঘাট ও মহাসড়কে মোবাইল নিয়োজিত থাকাসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury