স্টাফ রিপোর্টারঃ
দেশের দক্ষিণ-পশ্চিমাচঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে চাপ নেই ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের। ভোগান্তি ছড়াই এই নৌরুটে স্বস্তির ঈদযাত্রা।
আজ শুক্রবার (১৪ জুন) বেলা দুইটার দিকে সরেজমিনে পাটুরিয়ার ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এই নৌরুট দিয়ে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার আগে ভোগান্তি ছিলো নিত্যদিনের। কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার পর কোন রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হতে পারছে ঘরমুখো মানুষ ও যানবাহন।
বিআইডব্লিউটিসি কার্যালয় সূত্রে জানা যায়, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের যাত্রা নিবিঘ্নে করতে এক সাথে কাজ করছে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা। এবার ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পাড়াপাড়ে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রয়েছে বড় ছোট ২৩টি ফেরি ও ৩০ টি লঞ্চ।
ঈদযাত্রা প্রসঙ্গে মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান,
ঘাট এলাকা এবং মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিপুলসংখ্যক পুলিশ কাজ করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যারয়ের ডিজিএম খালিদ নেওয়াজ জানান, ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পাড়াপাড়ে সকল প্রস্তুতি রয়েছে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তেমন কোনো সমস্যা হবে না।