দেওয়ান সাদমান শাওন,স্টাফ রিপোর্টার
রাত পোহালেই ঈদ।আর এই ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।ঈদের দিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।আরনোস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়(৫.৩০মিনিট) মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।যদি নেপালের বিপক্ষে ম্যাচটি জিতে যায় তবে কোন সমীকরণ ছাড়াই সুপার এইটে চলে যাবে বাংলাদেশ।আর যদি হেরে যায় তবে এক কঠিন সমীকরণের সামনে দাড়াতে হবে বাংলাদেশকে।
নেপালের কাছে হারলে ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। সেখানে যদি নেদারল্যান্ডস জিতে যায় তাহলে তাদের পয়েন্টও হবে ৪। সমান পয়েন্টে থাকায় চলে আসবে নেট রান রেটের হিসাব।
নেট রান রেটের হিসাবেও বাংলাদেশের পথটাই বেশি মসৃণ। প্রথম ইনিংসে যদি ব্যাটিং দল ১৪০ রান তুলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের হার এবং নেদারল্যান্ডসের জয়ের রানের ব্যবধান সর্বমোট ৫৩ এর চেয়ে কম হতে হবে। অর্থাৎ বাংলাদেশ যদি ৩৮ রানে হারে এবং নেদারল্যান্ডস যদি ১৪ রানে জিতে তাহলেও নেট রান রেটে এগিয়ে থাকবে বাংলাদেশ, সুপার এইটেও বাংলাদেশই যাবে। অন্যদিকে বাংলাদেশ যদি ১৪ রানে হারে এবং নেদারল্যান্ডস যদি ৩৮ রানে জিতে তাহলেও সুপার এইটের টিকিট কাটবে বাংলাদেশই।
কিন্তু দুই দলের হার এবং জয়ের রানের ব্যবধানের যোগফল যদি ৫৩ বা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডস নেট রান রেটের দিক দিয়ে বাংলাদেশকে টপকে যাবে। ফলে সুপার এইটে চলে যাবে ডাচরা।
সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের সুপার এইটে যেতে না পারাটাই হবে সব থেকে অবাক করা বিষয়।