মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ জুন ২০২৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিষাক্ত সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে এলাকায় ‘রাসেল ভাইপার’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাত দশটায় উপজেলার চরতিল্লীর ঝিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নুরু মিয়া (৪৫) ঝিলপাড়া গ্রামের শুকুমউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাত দশটার দিকে নুরু মিয়া ঘর থেকে টয়টেল করার উদ্দেশ্যে বের হলে ঘরের পাশে রান্না করার জন্য জমানো লাকরির মাচা থেকে সাপে কামড় দেয় । এতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত এলাকাবাসী তাকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয় এবং পরে তাকে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে কী ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে নুরু মিয়ার মৃত্যুর গুজবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দেশে রাসেল ভাইপারের বিস্তার ঘটা জেলাগুলোর মধ্যে মানিকগঞ্জ রয়েছে আলোচনায়।