মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ জুন ২০২৪
মানিকঞ্জের মানরা এলাকায় মোটর সাইকেল ও লেগুনার সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজনকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ও বাকী দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২২ জুন) সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানরা এলাকায় মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, সকাল সোয়া সাতটার দিকে শিমুলিয়া ইউনিয়নের ডাকিয়াজোড়া গ্রামে তার শশুরবাড়ী থেকে মোটর সাইকেলে উত্তর সেওতার বাড়িতে আসতেছিল এবং তরার দিকে যাওয়ার সময় লেগুনাটির আঘাতে মোটরসাইকেলে থাকা (মৃত) কাজী শাহাদত এর ছেলে সাব্বির(২৭) ও তার স্ত্রী সাদিয়া(২০) এবং মোটরসাইকেলে থাকা তার ভাগ্নি তানহা(১০) গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত সাব্বিরের অবস্থা খুব আশংকাজনক এবং তার স্ত্রী সাদিয়া সন্তান সম্ভবা, তার ডেলিভারির সম্ভাব্য তারিখ ৩০ জুন ছিল বলে জানান তার এক আত্নীয়।
এবং ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলা মহিলা ওয়ার্ডে ভর্তিরত তানহার মুখের চোয়াল ভেঙ্গে যাওয়ার আশংকা করছেন দায়িত্বরত ডাক্তাররা।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুখেন্দু বসু জানান, এ ঘটনায় ঐ লেগুনাটিকে জব্দ করা হয়েছে এবং আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।