স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে কেন্ত্রীয় যুবলীগের নির্দেশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
গত ২৬ জুন (বুধবার) দুপুরে জেলা যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের ময়লা-আবর্জনা ও ঘাস পরিস্কার করা হয়। এরপর বিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে ফলজসহ বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জার রাজার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনির সঞ্চলনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।