সিরাজুল ইসলাম ভূইয়া, হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির আয়োজিত অনুষ্ঠানে মীর আব্দুল ওয়াদুদ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান সাইদুর রহমান চেয়ারম্যান হরিরামপুর উপজেলা পরিষদ, মোঃ বিল্লাল হোসেন ভাইস-চেয়ারম্যান হরিরামপুর উপজেলা পরিষদ , বীরমুক্তিযোদ্ধা হাসান ইমাম বাবু,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শারমিন ইসলাম ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আলম।
প্রতিযোগিতার বিষয়- সীমাহীন লোভ দুর্নীতির প্রধান কারণ। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতা আলোচনার বিষয়ে দুইটি বিদ্যালয় পক্ষদল পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। পক্ষদল- ১। জাকারিয়া সিদ্দিকী, ২। নন্দিনী সরকার, ৩। ক্যামেলিয়া করিম দলনেতা। বিপক্ষদল- ১। খন্দকার মুকতাদির হাসান, ২। সানজিদা আক্তার, ৩। স্বর্ণা আক্তার।
বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।
বিচারক মন্ডলীর দায়িত্বে থাকেন ঢাকা বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ সহ: অধ্যাপক মীর সুমাইয়া সারাহ্, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন। দূর্ণীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে বিতর্ক প্রতিযোগীতা যাতে স্কুল-কলেজ পর্যায়ে চলমান থাকে সে বিষয়ে উপস্থিত সকলেই একমত পোষণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়।