স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ জুন) সকালে সিংগাইর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
মানিকগঞ্জ জেলায় এবছর ২৬ টি কেন্দ্রে মোট ১৪ হাজার ৩শ ২৬ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৩০ মিনিট আগেই পরিক্ষার্থীরা হলে প্রবেশ করে। আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরিক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগষ্ট পর্যন্ত সব ধরনের কচিং সেন্টার বন্ধ রাথতে নির্দেশনা দেয় জেলা প্রশাসক।