1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জের গড়পাড়ায় ব্রীজ নির্মানের দুই বছরের মধ্যেই ডেবে চরম ভোগান্তিতে হাজারোও মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৮১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কের মরা খালের উপর নির্মিত ব্রীজটি দীর্ঘদিন যাবৎ ডেবে কাত অবস্থায় থাকায় জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হচ্ছে  হাজারোও মানুষ ।  এতে করে ঐ এলাকার জনগন ও চলাচলরত যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৬-২০১৭, জে.জে. ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের দ্বারা, ৫৪,০৪,৬৫০ টাকা ব্যয়ে, মরা খালের উপর নির্মিত ব্রিজটির এক পাশে বাঁসের চালি দিয়ে খুব কষ্ঠে পারাপার হচ্ছে ঐ এলাকার মানুষ ।

রানাদিয়া, পূর্বখাল পাদোয়া, পাড়তিল্লি, চরতিল্লি,ঘোসাই নগর, ওয়াইসি নগরসহ ১৫ থেকে ২০টা প্রামের প্রায় ১০/১২ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোঃ লাভলু মিয়া জানান, এখানকার মানুষের যাতায়াত খুব কষ্ট হয়,এই ব্রীজটি ভেঙ্গে আবার নতুন করে তৈরি করা হোক। এই ব্রিজ যদি ঠিকমত হইতো তাহলে কি এক বছরে ভাঙ্গে এইটা দেয়ার পরের বছরই ভাঙ্গে গেছে। 

স্কূল পড়ুয়া আছিফ জানায়, এই ব্রীজ থেকে পড়ে গিয়ে কয়েক জনের পা ভাঙ্গে গেছে। আমার এক বন্ধুও পড়ে গেছিল নাম রাজ, আরেক জন পিয়াজের বস্তা নিয়া পড়ে গেছে।

মাহিন জানান, আমার বাসা এই পাশেই। এই ব্রীজর উপর দিয়া  জীবনের ঝুকি নিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয়।  এরআগে  একজন সাইকেল নিয়া যাওয়ার সময় পড়ে পা ভেঙ্গে গেছে, আরেকজন রিকসা নিয়া পড়ে গেছে।  

স্থানীয় আরেকজন জানায়, ‘‘আমাদের আসা যাওয়া কষ্ট হয়। জীবনের ঝুকি নিয়া আসতে পারলেও একটা জিনিষ নিয়া বিক্রি করতে গেলে গাড়ি পাওয়া যায় না, বেশী ভাড়া দিয়া অন্য দিক দিয়া নিতে হয়। আমাদের দাবি ব্রীজটি যেন ভাল করে দেয়, যাতে আমাদের যাওয়া আসা সুবিধা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,ব্রীজটি নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারনে ব্রীজটি ঢালায়ের পরেরদিনই ধসে পড়ে যায়।এতে কয়েকজন গুরুত্বর আহত হন।  পরে তরিঘরি করে জোরাতালি দিয়ে ব্রীজের কাজটি শেষ করেন।   

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানায়, কাছেই মসজিদ, মাদ্রাসা, স্কুল, এতিমখানা রয়েছে প্রতিদিন এখানে অনেক লোক যাতায়াত করে। ব্রীজটি সংস্কারের জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানানো হলে তারা  বলে আমরা এই ব্রীজের ব্যাপারে কথা বলেছি খুব তারাতারি ঠিক করা হবে। কিন্তু অনেক দিন হয়ে গেল একই অবস্থায়ই আছে।

এ বিষয়ে গড়পাড়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান  আফসার উদ্দিন সরকার মুঠোফোনে দৈনিক আমার নিউজকে জানায়, আমরা চেষ্টা করতাছি ব্রীজটি নতুন করে করার জন্য, নদী খননের কারনে ব্রীজটি  ডেবে কাত হয়ে গেছে।  নতুন ব্রীজ  নির্মানের জন্য এখনো কোন বাজেট আসে নাই।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury