দেওয়ান সাদমান শাওন, স্টাফ রিপোর্টার: জান্নাতুল ইসলাম মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ৮ম শ্রেণীর শিক্ষার্থী। বাবা মো: নজরুল ইসলাম নয়াডিঙ্গি রাইজিং নিট টেক্সটাইল লিমিটেড এ চাকুরী করে ও মা মনোয়ারা বেগম গ্রহিনী। সে বাবা ও মায়ের একমাত্র সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর সেরা মেধাবী পুরুষ্কার লাভ করেন তিনি। ২৪শে জুন ২০২৪ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরুষ্কার গ্রহণ করেন জান্নাতুল ইসলাম। পুরুস্কার হিসেবে সনদ,ক্রেস্ট,বই এবং ২(দুই) লক্ষ্য টাকার চেক গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে।
তার কৃতিত্বে রয়েছে জেলা,বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের অর্ধশতাধিক (৫০টি) পুরুষ্কার।২০২২ সাল অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণী থাকতেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে জান্নাতুল ইসলাম। বিতর্ক,উপস্থিত বক্তৃতা,রচনা প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে।পড়াশোনার পাশাপাশি নিজের এক্সট্রা কারিকুলাম কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমানতালে
জান্নাতুল ইসলাম এর অভিব্যক্তি প্রকাশ করে দৈনিক আমার নিউজ কে বলেন,পুরুষ্কার পাওয়ার সময় এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরুষ্কার গ্রহণ করতে পারা অনেক সৌভাগ্যের বিষয়।তিনি দেখতে অনেক সুন্দর।
তিনি আরও বলেন,আমার বাবা-মা,শিক্ষক,সহপাঠীরা আমাকে অনেক সাপোর্ট করে।আমাকে সকলেই অনেক অনুপ্রেরণা দেয়।আমি বড় হয়ে নিজেকে এমন পেশায় নিযুক্ত করতে চায় যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি।দেশ এবং সমাজের সেবা করতে চাই।
এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা জাহান বলেন,জান্নাতুল এর কৃতিত্বে শুধু আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ নয় পুরো মানিকগঞ্জবাসী গর্বিত।আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ক্লাব কার্যক্রম এর দিকেও লক্ষ্য রাখি।আমরা বিভিন্ন প্রতিযোগিতায় সজাগ ভূমিকা রাখার চেষ্টা করি।