1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ডাবলুর মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেজো ছেলে ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু (৫০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

গত  মঙ্গলবার (১৬ জুন) দুপুর দুইটার দিকে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডাবলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জেলা বিএনপির সহসভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু।

এবিষয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারন সম্পাদক এস, এ জিন্নাহ কবীর, এ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে সভাপতি এবং সাধারন সম্পাদক বলেন এ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুর মৃত্যুতে তার পরিবারের ন্যায় আমরা জেলা বিএনপি পরিবার সমভাবে ব্যাথিত ও মর্মাহত। 

জানা যায়, ক্যান্সারসহ নানা শারীরিক সমস্যায় তিনি দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন। সপ্তাহখানেক ধরে তিনি বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আব্দুল হামিদ ডাবলু মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন। ছাত্রজীবন থেকে ডাবলু তার বাবার অনুপ্রেরণায় রাজনীতির সাথে যুক্ত হন।

তিনি মানিকগঞ্জ  জেলা বিএনপির সহসভাপতিসহ জেলার রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

প্রসঙ্গত, মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডাবলুর বাবা খন্দকার দেলোয়ার হোসেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury