ইসরাত জাহান ইমা
ভালোবাসা বড় কষ্ট
একোন সুখের কাজ নয়।
নিজে অন্তরে জ্বলে অন্তত আগুনে
পুরে পুরে ক্ষয়।
ভালোবাসা কষ্ট খুবই
বুক ভরে নেয়া দীর্ঘ শ্বাস,
সারাটা জীবন জুড়ে
দুঃখের অন্তহীন চাষ।
ভালোবাসা বড় কষ্ট অকুল সাগরে শুধু ভাসা,
সারাটিজীবন ভরে শুধু এক অনন্ত পিপাসা