স্টাফ রিপোর্টার:
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।
আজ শনিবার(৩ আগস্ট) সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা চারিগ্রাম চৌরাস্তা থেকে মিছিলটি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। এ মিছিলে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেন,৬০-৭০ জন শিক্ষার্থীরা মিছিল বের করেছিলো আমরা যাওয়ার আগেই তারা চলে যায়।