স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপির উদ্দ্যোগে আনন্দ মিছিল হয়েছে। এতে জেলা ও উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ্র অংশ নেয়। মিছিলটি বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় বিজয় মেলা মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল বের হয়।
এসময় জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির, সহ-সভাপতি এ্যাড. আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, সাটুরিয়া বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন প্রমুখ।
রিতা বলেন, ‘‘৫২ সালে সিংগাইরের রফিক যেভাবে ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিল ঠিক সেইভাবে এই চব্বিশ সালে গতকাল আমাদের শিবালয়ের এক ছাত্র রফিক ঠিক একই রফিক আবার কিন্তু প্রান দিয়েছে এই বিজয়ের জন্য এই বিপ্লবের জন্য।’’ মানিকগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে বলেন, ‘‘আজকে যে স্থাপনাগুলো দেখছেন যত সরকারি স্থাপনা বলেন স্কুল কলেজ যা আছে এগুলো তো আমাদের সম্পদ , আগে এগুলো সৈরাচার এর সম্পদ ছিল এখন তো সৈরাচার সরকার নেই এখন এগুলো আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদেরকে এগুলো রক্ষা করতে হবে’’এই আন্দোলনের সব শহীদের আত্বার মাগফিরাত কামনাও করেন তিনি।
যে ছাত্র সমাজের ত্যাগের বিনিময়ে দীর্ঘ সতেরটি বছর লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে রক্ত দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা মেহনতি মানুষের ও ছাত্র সমাজের বিজয় বলে উল্লেখ করেন জিন্নাহ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ন সম্পাদক এস এম ইকবাল হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুস ছালাম বাদল, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, ছাত্রবিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, জেলা মহিলা দলের সভাপতি ছাবিহা হাবিব, জেলা ওলামা দলের সভাপতি কাজী আশিকুর রহমান খান রাজুসহ অনেকে।
পরে এই আন্দোলনে নিহত শহীদদের উদ্দ্যেশে বিশেষ মোনাজাত করা হয়।