1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

মানিকগঞ্জে আন্দোলনকারীদের হামলায় ৪ সাংবাদিক আহত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন- মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মঞ্জুর রহমান, মানিকগঞ্জের বহুল প্রচারিত দৈনিক আমার নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার দেওয়ান সাদমান শাওন, ও দৈনিক আজকের জনবানীর সাংবাদিক আল-আমিন।


রবিবার (৪ জুলাই) সোয়া ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় এ ঘটনা ঘটে।


দেখা যায়, সকাল ১০ টায় ছাত্ররা সেখানে অবস্থান নেয়। এসময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে নানা রকম স্লোগান দিতে থাকে। পরে কিছু লোক সুজনকে সংবাদ সংগ্রহে বাধা দেয় এবং এক পর্যায়ে তাকে ধাওয়া দিয়ে উপর্যপুরি আঘাত করে। আঘাতে তার পা ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আঘাত প্রাপ্ত হন মঞ্জুর রহমান। একই সময় আক্রমন করে দৈনিক আমার নিউজের স্টাফ রিপোর্টার দেওয়ান সাদমান শাওন ও সাংবাদিক আল-আমিনে উপর।
শাওনের মাথায় আঘাতের জন্য সেলাই করা হয় এবং হামলাকারীরা তার সাথে থাকা স্মার্ট ফোনও নিয়ে যায়।


পরে অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury