স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ শহরে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠেনের প্রতিনিধিরা। সড়কে ট্রাফিক পুলিশের নেই কোন উপস্থিতি।
আজ শুক্রবার (৯ আগষ্ট) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দেখা গেছে এমন চিত্র।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন তারা। ট্রাফিক নিয়ন্ত্রনের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলাও শেখাচ্ছেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা নিজ উদ্দ্যোগে এই কাজগুলা করছি। তবে মানুষ কিছুটা বিরক্ত বোধ করছে । কিন্তু আমরা চাই সর্ব্বোচ্চ শৃঙ্খলা আসুক। পরে যেন এই ধারা বজায় থাকে।
তারা আরোও বলেন, যতদিন না ট্রাফিক পুলিশ আসে আমরা রাস্তায় থাকবো। আমাদের কষ্ট হচ্ছে, ভালোও লাগছে মানুষকে সচেতন করা যাচ্ছে। পাশাপাশ অভিজ্ঞতাও হচ্ছে।
শিক্ষার্থীদের এই ভূমিকায় খুশি পথচারী ও বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীরা। তারা জানান, পুলিশ নেই কিন্তু সড়কে বিশৃঙ্খলা নেই। কাজ করা যাচ্ছে। খুব বেশী যানজট তৈরি হচ্ছে না।