1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

শিল্প বিপ্লবের আইকন মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯১তম জন্মদিন আজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার দেখা হয়েছে


এস এম আকরাম হোসেন

আজ ১৭ই আগস্ট। সাবেক মন্ত্রী ও শিল্প বিপ্লবের আইকন মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯১তম জন্মদিন। হাসি-কান্নার এই মাসেই বাবা-মায়ের কোল আলোকিত করে এই পৃথিবীতে এসেছিলেন তিনি। ঠিক একই মাসে ১লা আগস্ট আবার সকলকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। শুধু তাই নয়, এই আগস্ট মাসেই তিনি সুখের নীড় গড়ে তুলেছিলেন বিবাহবন্ধনের মাধ্যমে।

মরহুম হারুনার রশিদ খান মুন্নুর পরিবারের কাছে এই মাসটি হাসি-কান্নার মাস। পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ ১৯৩৩ সালের ১৭ই আগস্ট জন্মগ্রহণ করেন। সেই হিসাবে আজ তার ৯১তম জন্মদিন।

প্রতি বছরই এই দিনটিতে তার জন্মদিনের উৎসব পালন করতেন তার পরিবার। জন্মদিনকে ঘিরে মানিকগঞ্জের মুন্নু সিটিতে বিরাজ করতো উৎসবের আমেজ। ফুলের তোড়া হাতে আত্মীয় স্বজন,শুভানুদ্ধায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ তার প্রত্যেকটি প্রতিষ্ঠানের সদস্যরা শুভেচ্ছা জানাতে আসতেন। বয়সের সঙ্গে মিল রেখে সেই ক’ পাউন্ড ওজনের কেকও কাটা হতো মুন্নু সিটিতে।

কিন্তু জন্মদিনের এই আগস্ট মাস পরিবারের কাছে কার্যত শোকাবহ মাসে পরিণত হয়েছে। ২০১৭ সালের ১লা আগস্ট সকলকে কাঁদিয়ে অনন্তকালের ঠিকানায় চলে গেছেন মানিকগঞ্জের মানুষের ভালোবাসার নিদর্শন হারুনার রশিদ খান মুন্নু।

জানা গেছে, ২০১৬ সালে সর্বশেষ হারুনার রশিদ খান মুন্নুর জন্মদিন উদ্যাপন করা হয় মুন্নু সিটির মুন্ন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। বিপুল উৎসাহ উদ্দীপনায় ওই জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন তার স্ত্রী হুরুন নাহার, বড় মেয়ে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা ও ছোট মেয়ে ফিরোজা পারভিনসহ পরিবারের সদস্যরা। মরহুম হারুনার রশিদ খান মুন্নু শেষ বারের মতো সেদিন ১৭ই আগস্ট নিজ হাতে কেক কেটে সবাইকে নিয়ে জন্মদিন উৎসব পালন করেন। এ ছাড়া ১৯৫৫ সালের ৩রা আগস্ট হারুনার রশিদ খান মুন্নু তার প্রিয়তমা স্ত্রী হুরুন নাহার রশিদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

এদিকে হারুনার রশিদ খান মুন্নুর ৮৮তম জন্মদিন উপলক্ষে হুরুন নাহার রশিদ জামে মসজিদে আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury