স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সকল গ্যাস লাইনে নিরিবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সংবাদসম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার দুপুরে গ্যাস আন্দোলনের ব্যানারে মানিকগঞ্জ প্রেসক্লাব হল রুমে মানিকগঞ্জ জেলার অভ্যান্তরীণ প্রায় ১০ হাজার গ্যাস লাইনে নিরিবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা। একই সাথে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহসহ ৮ দফা দাবিও ঘোষণা করেন ভুক্তভোগীরা।
এসময় গ্যাস আন্দোলনের সমন্ময়ক আল আমিন আহমেদ রোহেল, রাকিবুল ইসলাম সজল, মুহাম্মদ রমজান মাহমুদ ও শেখ মাহবুবুর রহমান, দেওয়ান তানজিল আহম্মেদ, খায়রুল ইসলাম রবিন, আব্দুল কইয়ুম, আনিসুর রহমান আনাস, সবুজ আহমেদ, সানি মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, আশিকুর ইসলাম (ছানোয়ার), নাহিদ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।