1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

মানিকগঞ্জে থেকে অপহরন করা শিশু খাদিজা উদ্ধার দিনাজপুরে, গ্রেফতার দুই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের সাটুরিয়ায় চরতিল্লি এলাকা থেকে অপহরন হওয়া চার বছরের শিশু খাদিজাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আফরিন রেশমা (২২) ও সাহাজাদী ইসলাম ঝুমুর(৩৮)। আফরিন রেশমা সাটুরিয়া থানার আয়নাপুর গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে দিনাজপুর জেলার  পার্বতীপুর এলাকা হইতে শিশুটিকে উদ্ধার করা হয়।

খাদিজার মা লাকি আক্তার জানান, মঙ্গলবার তার মেয়ে খাদিজাকে খেলনা ও চকলেট দেয়ার কথা বলে নিয়ে যায় অভিযুক্ত আখি। পরে এসএমএসের মাধ্যমে ১লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এবং একটি বিকাশ নাম্বারও দেয়া হয়। পরে আমরা পুলিশের সহায়তায় দ্রুত আমার মেয়েকে ফেরত পেয়েছি।

পুলিশ সূত্রে জানা যায়, খাদিজা আক্তার (৪) কে পুতুল ও চকলেট দেওয়ার কথা বলিয়া মানিকগঞ্জ থানাধীন জয়রা সাকিনস্থ জনৈক সাইজুদ্দিন এর বাড়ি বাদীর ভাড়াটিয়া বাসা হইতে বিবাদী আফরিন রেশমা (২২),গত ২০ আগস্ট দুপুর অনুমান ০১.২০ ঘটিকার সময় কৌশলে নিয়ে যায়। পরবর্তীতে বিবাদী আফরিন রেশমা বাদীনির নিকট মোবাইলে ফোনের মাধ্যমে ১,৫০,০০০/- টাকা মুক্তিপন দাবী করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মানিকগঞ্জ সদর থানার এফআইআর নং-১৩/২৮৫, তারিখ-২০/০৮/২০২৪, ধারা-২০০০ সালের (সংশোধিত ২০২০) নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৮; রুজু করা হয়।

পরে মানিকগঞ্জ থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার এর নেতৃত্বে এবং অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা দেব দুলাল দে সঙ্গীয় ফোর্স সহ মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকা হইতে আসামী ১। আফরিন রেশমা ও ২। সাহাজাদী ইসলাম ঝুমুরকে গ্রেফতার করা হয় ও খাদিজা আক্তার (৪)কে উদ্ধার করা হয়।

এঘটনায় আসামীদ্বয়কে দ্রুত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয় ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury