স্টাফ রিপোর্টার:
সরকারি দেবেন্দ্র কলেজে সকল প্রকার বৈষম্য দূরীকরণ,শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা, ,শিক্ষার মান বৃদ্ধি ও দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পূর্বের ন্যায় পুনঃপ্রতিষ্ঠা জন্য সাধারণ শিক্ষাথীদের পক্ষ থেকে ২১ দফা দাবি জানিয়েছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাধারন শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষ ড. মোঃ রেজাউল করিমের কাছে এ ২১ দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা।
শিক্ষক পরিষদ সহ কলেজের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২৪ ঘন্টার মধ্যে অফিস আদেশ জারি করে দাবি বাস্তবায়ন করা, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থনকারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া এবং নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের মতামতের প্রাধান্য দেওয়া, পরিবহন সংকট দূর করা, ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক সন্ত্রাসী ছাত্র রাজনীতি বন্ধ করা, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকরী ও সহযোগী ছাত্রলীগ সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করা, আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতা ও সুচিকিৎসা নিশ্চিত করা, অধ্যাপক থেকে শুরু করে প্রভাষক পর্যন্ত সকল পর্যায়ের শিক্ষকদের যথাসময়ে কলেজ কার্যক্রমে অংশগ্রহন নিশ্চিত করা, কলেজ চলাকলীন সময়ে কলেজের শিক্ষকদের সকল প্রকার প্রাইভেট/কোচিং বাণিজ্য বন্ধ করা, দেবেন্দ্র কলেজের ছাত্র হোস্টেল অতি দ্রুত সংস্কার করে এক মাসের মধ্যে খুলে দেয়া, কলেজ হোস্টেলে খাবার মান বৃদ্ধি করা, কলেজের সকল ডিপার্টমেন্টর শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা, দুর্নীতি প্রতিরোধ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সকল কমিটিতে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা এবং বিগত বছরগুলোতে ছাত্র সংসদের নামে জমা হওয়া অর্থের হিসাব প্রদান করা, কলেজের সকল ক্লাবের কার্যক্রম পুনরায় সচল করা এবং কমিটির পুনর্গঠন করাসহ মোট ২১ দফা দাবি তুলে ধরা হয়।
শিক্ষার্থীরা জানান, আমাদের সাথে একমত হয়ে দ্রুতই সকল দাবী বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রিন্সিপাল স্যার।