1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী  পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব গোস্বামীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অনির্বান কুমার পালের সঞ্চালনায়  এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আজাদ হোসেন খান, যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আব্দুস ছালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিশোধের উপদেষ্টা রতন মজুমদার, সভাপতি কালিপদো ঘোস, সাধারন সম্পাদক অধ্যাপক আসুতোষ রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য এ্যাড. ওসিম কুমার বিশ্বাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান  কল্যাণ ট্রাস্টের সভাপতি ঘৌরাঙ্গ সরকার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাধারন সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জিন্নাহ খান, সাধারন সম্পাদক রাকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক অম্বরিষ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক রমাকন্ত চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন রাজবংশী, মানিকগঞ্জ পৌর  পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শ্রীরাম চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক তুষার কর্মকার তেজেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন  নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে  রিতা বলেন, আগামীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে মনোযোগ দিব। দেশটা আমার আপনার সকল ধর্ম গোত্রের সকল মানুষের। সকল ধর্মের উৎসব যেন আমরা একসাথে পালন করতে পারি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury