1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক  মানিকগঞ্জ শিশু হাসপাতাল নানা অনিয়ম ও রোগীদেরকে জিম্মি করে দেদারছে ব্যবসা করে যাচ্ছে সরকারি-বেসরকারি শিশু চিকিৎসকেরা মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংকও ত্বকের দুর্গন্ধ দূর করতে ফিটকিরির ৪ রকম ব্যবহার চ্যাম্পিয়নস ট্রফি: ভারত ফাইনাল খেললে ম্যাচ দুবাইয়ে সৃজিত-মিথিলার ‘নিস্তব্ধ’ দাম্পত্য জীবন নিয়ে সরব তসলিমা গাজার মতো ধ্বংসের মুখে পড়তে পারে লেবাননও: নেতানিয়াহু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু মানিকগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ

এখন থেকে মানুষ স্বাধীন ভাবে তাদের আইনের আশ্রয় নিতে পারবে -মানিকগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো.বশির আহমেদ বলেছেন, এখন থেকে মানুষ স্বাধীন ভাবে তাদের আইনের আশ্রয় নিতে পারবে,পুলিশের সেবার ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না । একটি গনতান্ত্রিক পরিবেশ তৈরী করা হবে। সংবিধানে যে স্বাধীনভাবে চলাচলের অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার দেওয়া আছে সে ব্যাপারে স্বচেষ্ট থাকবো। মানুষ স্বাধীন ভাবে তাদের আইনের আশ্রয় নিতে পারবে। আইনের সেবার ব্যাপারে কোন বৈষম্য থাকবে না ।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে  পুলিশ সুপারের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিভিন্ সময় পুলিশ মানুষের প্রতি যে অন্যায় আচরণ করেছে সেজন্য দুঃখ প্রকাশ করে পুলিশ সুপার বলেন, সামনে যেন পুলিশ প্রশাসন পুনর্গঠন করে জনবান্ধব কাজ করতে পারি তার জন্য আমরা স্বচেষ্ট থাকবো। আমরা আমাদের শতভাগ সাধ্যানুযায়ী সেবা দেওয়ার চেষ্ঠা করবো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সহ সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারন সম্পাদক মো.শাহানুর ইসলাম, প্রেসক্লাবের সাবেক দপ্তর  ও  জেলা সাংবাদিক সমতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম মিহির, মঞ্জর রহমান, সাবেক   বিএম খোরশেদ,  সহ-সম্পাদক রিপন আনসারী,  সাবেক ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রথম আলোর সাংবাদিক আব্দুল মমিন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আকমল হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম প্রমূখ।

উল্লেখ্য, মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ আগস্ট স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury