স্টাফ রিপোর্টার:
‘‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায়, তারাও সমান অংশীদার’’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সমন্বিত সরকারি অফিস ভবনের অডিটরিয়ামে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সভা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম, পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক অরুপ রতন চাকী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা, পরিসংখ্যান কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. মিনার উদ্দীন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এন,পি,আই) এর পরিালক মো. ফারুক হোসেন প্রমুখ।