1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নতুন অধ্যক্ষ মোঃ শহীদুজ্জামান

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:  

মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ এ অধ্যক্ষ হিসাবে প্রফেসর মোঃ শহীদুজ্জামান আজ ১১/০৯/২০২৪ তারিখ বুধবার যোগদান করেন।

উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর কাছ থেকে তিনি অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। 

তিনি সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃষিবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে (বোর্ডস্ট্যান্ড ৩য়) উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে বিএসসি(অনার্স) এবং এমএসসি (মাস্টার্স) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকে ৬ মাস চাকুরি করার পর ১৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশকৃত হয়ে বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। প্রফেসর মোঃ শহীদুজ্জামান ইতোর্বে সরকারি নাজিমউদ্দীন কলেজ, মাদারিপুর, করটিয়া সা’দত কলেজ, টাঙ্গাইল এ দায়িত্ব পালন করেছেন। নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর এ উপাধ্যক্ষ হিসেবে এবং সর্বশেষ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, টাঙ্গাইল এ অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 

দায়িত্বভার গ্রহণপরবর্তী সংক্ষিপ্ত পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদ সম্পাদক  গিরীন্দ্র কুমার রায়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দ, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ফজলুল হক। এছাড়া মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী অধ্যাপক(মার্কেটিং) ও যুগ্ম সম্পাদক, শিক্ষক পরিষদ,  মোঃ সুজন মিয়া, সহকারী অধ্যাপক(হিসাববিজ্ঞান) ও কোষাধ্যক্ষ, শিক্ষক পরিষদ, অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবযোগদানকৃত অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ এর শিক্ষার্থীদের একাডেমিক, সহ-শিক্ষা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে সততার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। দেবেন্দ্র কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বুয়েট, মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন অধিক সংখ্যায় ভর্তি হতে পারে—এই বিষয়ে জোর দেবেন বলে জানান। 

তিনি কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

প্রফেসর মোঃ শহীদুজ্জামান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সন্তান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury