স্টাফ রিপোর্টার:
গোলাম কিবরিয়া সাঈদকে সভাপতি ও আব্দুস ছালাম বাদলকে সাধারন সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দলের মানিকগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন খান দুলাল, মো. আব্দুল খালেক শিকদার, কৃষিবিদ মো. আব্দুল মজিদ, যুগ্ন সাধারন সম্পাদক মো. ফরিদুল ইসলাম নিলয়, মো. আঃ বারেক, মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল,দফতর সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।