স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ২৪ এর গণঅভ্যুত্থানের শহিদদের স্বরণে কাওয়ালী সন্ধ্যা ও দ্রোহের গান পরিবেশিত হয়েছে। এতে গান পরিবেশন করেন মানিকগঞ্জের কৃতিসন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব মাহমুদ, গলিবয় খ্যাত রানা, বিখ্যাত কাওয়ালী ব্যান্ড সিলসিলা, কাসীদা, আবু উবায়দা এবং সাংস্কৃতিক সাংসদ, ও স্থানীয় কাওয়ালী শিল্পীবৃন্দ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে বিপ্লবী মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয় এই কাওয়ালী সন্ধ্যা।
কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কাওয়ালীর পাশাপাশি দ্রোহের গান ও কবিতা আবৃতি করা হয়। এসময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থী এবং জনতার ব্যাপক সমাগম ঘটে।
এই অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন আশিকুর রহমান, মুশফিকুর রহমান নিবিড়, তৌফিক নির্জন, খবিরুল খবিরুল ইসলাম সিয়াম, ওমর ফারুক, সুমন মোল্লা, স্বপন মিয়া, ত্রিসানুর রহমান, এহসান, গোলাম মোরশেদ, এবং ইউসূফ সহ আরো অনেকে।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো আমাদের মূল উদ্দেশ্য। কাওয়ালী এবং অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলার প্রতি আগ্রহ বাড়াতে আমরা এমন আয়োজন করছি এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।