আল আমিন হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় বৃষ্টি ও হালকা বাতাসে হেলে পড়েছে আখ। এতে ব্যাপক ক্ষতির শঙ্কা আখ চাষিদের। আখ চাষিদের ক্ষতির শঙ্কা কমাতে পরামর্শের আশ্বাস উপজেলা কৃষি অধিদপ্তরের।
গতকাল শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি ও হালকা বাতাস হচ্ছে। এই বৃষ্টি ও বাতাসে হেলে ও ভেঙে পড়েছে উপজেলার অধিকাংশ আখ ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন উপজেলার আখ চাষিরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর পাংশা উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে আখ চাষ করেছে কৃষকরা। এ মধ্যে বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নেই প্রায় ৪৫০ হেক্টর। প্রতি শতাংশ জমিতে আখ চাষে খরচ হয় ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা।
আখ চাষিরা জানান, উপজেলার মধ্যে আমাদের হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নেই বেশি আখ চাষ হয়। এ বছর আমাদের আখের ফলন অনেক ভালো হয়েছিল। ইতিমধ্যে বেশির ভাগ আখ ক্ষেতের বেনি বাঁধা হয়ে গেছে। তবে গতকাল থেকে হওয়া বৃষ্টি ও বাতাসে আখ হেলে পড়েছে। আগামী দুইয়েক দিনের মধ্যে হেলে পড়া আখ না উঠাতে পাড়লে ক্ষতির শঙ্কা বেড়ে যাবে। মাটি শুকিয়ে গেলে আখ উঠাতে গেলে আখ ভেঙে যায়। বর্তমান সময়ে একজন দিনমজুরের দাম প্রায় ৭-৮ শত টাকা। যেখানে একশতাংশ আখ চাষে খরচ হয় ১৫০০ টাকা। সেখানে একজন দিনমজুরের জন্য গুনতে হবে ৭০০ থেকে ৮০০ টাকা। এ বছর আখ চাষে আমাদের ব্যাপক লোকসান হবে বলে জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি ইতিমধ্যে আমি অবগত হয়েছি। আখ চাষিদের দুশ্চিন্তার কিছু নেই। আমরা আখ চাষিদের এ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করবো। আখ চাষিরা আমাদের পরামর্শ গ্রহণ করলে তাদের লোকসান হওয়ার সম্ভাবনা কমে যাবে।