স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সাঈদের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কাছে এ স্বারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. হারুনার রশিদ, শামছুল আলম ভূইয়া লাভলু, নওয়াব আলী, ইয়াহিয়া চৌধুরি ইনু, যুগ্ন সম্পাদক মজনু বিশ্বাস, সহ সম্পাদক তুহিনুর রহমান খান রতন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি জহিরুল ইসলাম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এস আর আনসার প্রমুখ।