1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জ থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দূর্গা পূজা  সুষ্ঠ, সুন্দর, ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ, এবং স্থানীয় পূজামন্ডপ কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অসীম কুমার বিশ্বাস, জেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারন সম্পাদক অর্নিবান কুমার পাল, জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ শাখার সাারন সম্পাদক জবংশী, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যান ফ্রন্টের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন রাজবংশী, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীদাম চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক তুষার কর্মকার তেজেনসহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সুজন সরকার বলেন, প্রতিবার শারদীয় দূর্গা পূজা অনেক উৎসব মূখর পরিবেশে হয় এবার আরও উৎসব মূখর পরিবেশে হবে। এই উৎসব মূখর পরিবেশে করার জন্য আমরা মানিকগঞ্জ জেলা পুলিশ প্রস্তুত আছি। যে কোন ধরনের সহযোগীতা আপনাদের পাশে থেকে করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনাদের এতোটুকু সঙ্কিত হওয়ার কোন কারন নেই যে পূজা কি হবে কিভাবে হবে এ ধরনের কোন সঙ্কিত হবেন না। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার অধিকার আছে আপনার পূজা করার। আপনি সেটি পালন করবেন। এতে আপনাকে কেউ বাধা দিবে না এবং সবাই সহযোগীতা করবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury