1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

জীবনসঙ্গী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে মিলিয়ে নেবেন যেভাবে

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৬ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেস্ক,

স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকা দরকার। নইলে অবহেলার ডায়েরি হয়ে টুপ করে হারিয়ে যাবে ভালোবাসা। তখন কিন্তু চিরুনি তল্লাশি চালিয়েও মিলবে না তার সন্ধান। তবে অনেক মহিলা আবার এই বিষয়টা বুঝেও বুঝতে চান না। বরং তারা এতটাই উদ্ধত হন যে, নিজের স্বামীকেও কথায় কথায় অপমান করেন। তাদের কোনও কথাই তারা কানে তুলতে চান না। আর এই ভুলটা করেন বলেই স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হয় আলোকবর্ষ দূরত্ব। তাই জল এতদূর গড়ানোর আগেই পুরুষেরা সাবধান হন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর মধ্যেও যদি এহেন মনোভাব থাকে, তাহলে তা শুধরে ফেলার কাজে লেগে পড়ুন। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে এই নিবন্ধে উল্লেখিত কয়েকটি টিপস।

কথা বললেই মিটে ে ্যা ​: অনেক পুরুষই স্ত্রীর সব কথা, সব আবদার মেনে নেন। এমনকী তাদের ভুল চোখের সামনে দেখেও প্রশ্রয় দেন। যার ফলে ধীরে ধীরে উদ্ধত হয়ে ওঠেন স্ত্রী। তখন তিনি যখন তখন স্বামীকে খারাপ কথা বলেন। স্বামীর সব পরামর্শ হেলায় উড়িয়ে দেন। তাই এই সমস্যার সহজ সমাধান করতে চাইলে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে হবে। তাকে বুঝিয়ে বলতে হবে যে তার এমন আচরণ আপনার বুকে তীরের মতো বিঁধছে। এমনকী এই কারণে যে আপনাদের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব, সেটাও জানান। আশা করছি, এই কথা শোনার পরই স্ত্রীর মতিগতি বদলে যাবে।

নিজের মত প্রকাশ করুন ​: আপনার কোনও কথাই শোনে না স্ত্রী? যাই বলেন, সব উড়িয়ে দেন? আর সেই কারণে আপনার মনে জড় হয় একরাশ কালো ধোঁয়া? তাহলে যে আজ থেকে ব্যক্তিত্বে কিছুটা দৃঢ়তা আনতে হবে। এবার থেকে তাকে কোনও পরামর্শ দেওয়ার সময় গলায় কনফিডেন্স ঢেলে কথা বলুন। এমনকী তিনি আপনার কথার বিরুদ্ধে কিছু বললে, নিজের স্বপক্ষে যুক্তি দিন। তাতেই তার থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে। তারপর তিনি নিশ্চিতভাবে শুধরে যাবেন।

ভালোবাসা রয়েছে তো : বিয়ের কয়েক বছর পর অনেক দম্পতির মধ্যেই বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না ভালোবাসা। আর সেই কারণেই সংসারে লেগে থাকে অশান্তি। তাই আপনার স্ত্রীর মধ্যে যদি হঠাৎ করেই এই পরিবর্তন দেখেন, তাহলে তার মনের খবর নিন। বোঝার চেষ্টা করুন, তার মধ্যে আদৌ ভালোবাসা ষ্ট েে কিনা। আ সব বিষয় খতিয়ে দেখার পর যদি দেখেন, তার মনে নেই ভালোবাসা, তাহলে ঝটপট প্রেমের সাগরে ভেসে যাওয়ার কাজে লেগে পড়ুন। সেক্ষেত্রে তাকে একটু বেশি সময় দিন। তার সম্পর্কে ভালো ভালো কথা বলুন। এমনকী তাঁর জন্য নিয়মিত গিফট কিনে ফিরুন বাড়ি। আশা করছি, তাতেই খেলা ঘুরে যাবে।

​কথা নয় নীরবতা​ : এত চেষ্টা করার পরও যদি স্ত্রী উদ্ধত আচরণ করেন, তাহলে তার সঙ্গে কথা বলবেন না। একবারে চুপটি মেরে বসে থাকুন। এমনকী তিনি কথা বলতে এলেও, আপনি থাকবেন স্পিকটি নট। ব্যস, তাহলেই দেখবেন স্ত্রী নিজের ভুল বুঝতে পারবেন। এমনকী আপনি যে তার এই ধরনের আচরণ মেনে নেবেন না, সেটাও ধরে ফেলবেন তিনি। যার ফলে তার মধ্যে বদল দেখলেও দেখতে পারেন। তাই সমস্যায় পড়লে এই টোটকা ব্যবহার করতে ভুলবেন না যেন!
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

নিন বিশেষজ্ঞের পরামর্শ​ : অনেক সময় এই ধরনের উদ্ধত আচরণের বীজ লুকিয়ে থাকে মস্তিষ্কের গভীরে। সেখানে পৌঁছানো কিন্তু আপনার কম্ম নয়। তাই বহু চেষ্টার পরও কোনও ফল না মিললে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। তার কাছে সমস্যার কথা খুলে বলুন। তারপর তিনি যেসব পরামর্শ দেবেন, সেগুলি মেনে চলুন। ব্যস, তাহলেই খেলা ঘুরে যাবে। আপনি স্ত্রীকে বগলদাবা করে হেসেখেলে জীবন কাটাতে পারবেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury