1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের আহবায়ক কমিটি গঠিত: আহবায়ক আকবর, সদস্য সচিব সাকিব

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক আল-আযান (মানিকগঞ্জ)-এর এ্যাডভোকেট আমিনুল হক আকবরকে আহবায়ক ও দৈনিক ফুলকি (সাভার)-এর নাজমুস সাকিবকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা ডিপার্টমেন্ট অব ফিল্মস অ্যান্ড পাবলিকেশন্স (ডি.এফ.পি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ্যাডভোকেট আমিনুল হক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।

দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা পূর্বের কমিটি বিলুপ্ত করে ২৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত ২৫ সদস্যের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের স্থান দপত্রের স্পাদকগণ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- দৈনিক পার্বতীপুর বার্তার মিনহাজুল হক (দিনাজপুর), দৈনিক আজকের জামালপুরের এম.এ জলিল (জামালপুর), দৈনিক গ্রামীন দর্পণের কাজী আনোয়ার কামাল (নরসিংদী), দৈনিক স্বত:কষ্ঠের নুর উদ্দিন সফি (পাবনা), ৫. দৈনিক সমতট বার্তার মঞ্জুর রহমান মঞ্জু (ব্রাহ্মণবাড়িয়া), দৈনিক জননেত্রের মোখলেছুর রহমান (নেত্রকোনা), দৈনিক আজকের ময়মনসিংহের আলহাজ শামছুল আলম (ময়মনসিংহ), দৈনিক অর্জনের হাবিবুর রহমান (রংপুর), দৈনিক আখিরার মাসুদুর রহমান মিলু (রংপুর), দৈনিক শাহনামার আবুল কালাম আজাদ (বরিশাল), দৈনিক শিরোনামের নিতিশ সাহা (কুমিল্লা), দৈনিক দ্বীপাঞ্চলের মোশারফ হোসেন (বরগুনা), দৈনিক রুদ্ধ বার্তার শহিদুল ইসলাম পাইলট (শরীয়তপুর),  দৈনিক আল-চিশতের আহাম্মেদ সিপার উদ্দিন (লক্ষীপুর), দৈনিক ফরিদপুরের সাঈদ আলী আহাম্মেদ (ফরিদপুর), দৈনিক গ্রামের কাগজের মমিনুল হক মবিন (যশোর), দৈনিক ঘাঘটের আব্দুস সামাদ বাবু (গাইবান্ধা), দৈনিক ঝিনাইদাহ বার্তার আলহাজ শহিদুল ইসলাম (ঝিনাইদাহ), দৈনিক নীলকথার কাজী মাহবুবুল হক (নীলফামারী), দৈনিক খেদমতের খান সরাফাত হোসেন (মাগুরা), দৈনিক সাথীর আনোয়ার হোসেন (পটুয়াখালী), দৈনিক চট্টগ্রাম মঞ্চের আব্দুল হাই (চট্টগ্রাম), দৈনিক গিরিদর্পণের মকছুদ আহাম্মেদ (রাঙ্গামাটি)।

এই কমিটি স্থানীয় সংবাদপত্রগুলোর উন্নয়ন, কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সদস্যদের স্বার্থ রক্ষ কা করবে বলে আশা করা হ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury