1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

মানিকগঞ্জের গড়পাড়ায় জমি নিয়ে বিরোধে এক পরিবারে বিদ্যুত বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে পরিবারটি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে তিন সপ্তাহ ধরে বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ঠান্ডু ড্রাইভারের পরিবার। তীব্র তাপদাহে পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন তিনি। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর ভাই ময়নাল বিএনপির প্রভাব খাটিয়ে তিনি এই হয়রানির শিকার হয়ে আসছে বলে অভিযোগ করেন ভোক্তভোগী পরিবার।

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে সরেজমিনে ঠান্ডু মল্লিকের বাড়িতে গেলে দেখা যায় বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছেন তিনি। আজ দুপুর ১২ টার দিকে বাড়ীর আঙ্গিনায় গাজা পুতে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় যান ও মেম্বার সহ পুলিশ গিয়ে মাটি খুদে না পেয়ে চলে আসে। উক্ত জমিকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। যা আদালত পর্যন্ত গড়ায়।

এসব বিষয়ে জানতে চাইলে ঠান্ডু মল্লিক বলেন, প্রতিবেশী শেফালী বেগমের এর সঙ্গে বাড়ীর জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে তার বাড়ীর পাশ দিয়ে আনা বিদ্যুতের লাইনের মেইন তারের উপর কলা গাছ ফেলে ছিড়ে ফেলে। পরে বিষয়টি পল্লী বিদ্যুত অফিসে জানালে পল্লী বিদ্যুতের লোকজন সংযোগ দিতে আসলেও এতে বাঁধা দেয় শেফালী ও তার পরিবারের লোকজন। পরে বিদ্যুত সংযোগ না দিয়েই চলে যায় পল্লী বিদ্যুতের লোকজন। এই জন্যে বিদ্যুতবিহীন অবস্থায় তীব্র গরমে ভোগান্তির কবলে রয়েছে বলে জানান। এছাড়া বিভিন্ন ভাবে শেফালীর ভাই ময়নাল বিএনপির প্রভাব ঘাটিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে দাবি করে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন বিচার প্রার্থনা করেন বৃদ্ধ ঠান্ডু মল্লিক।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শেফালী বেগম বলেন, ঠান্ডু মল্লিক জোর করে তার জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে দেওয়ানী মোকদ্দমা হলে শেফালী বেগম ডিক্রী পেয়েছেন। এলাকায় স্থানীয়ভাবে গ্রাম্য শালিস হলে সেখানেও ঠান্ডু মল্লিক তার দখলে রাখা জমি ছেড়ে দিবে বলে অঙ্গিকারনামায় সহি সাক্ষর করে ৫৫ হাজার টাকা নিয়েও জমি বুঝিয়ে দেননি ঠান্ডু। যে কারণে তার বাড়ীর উপর দিয়ে তিনি ওই বাড়ীতে বিদ্যুত দিতে অনিহা প্রকাশ করেন।

এদিে শেফালীর য়নাল বেন, তার বোনের জমি জোর করে দখল করে রেখেছে ঠান্ডু। কোনভাবেই তিনি ওই জমি ছাড়ছে না। এসব বিষয়ে ন্যায় কথা বলতে গেলে ঠান্ডু তার উপরে ক্ষীপ্ত হয়ে তার বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন। প্রকৃতপক্ষে কাগজ-পত্র অনুযায়ী ঠান্ডু মল্লিক শেফালীর জমি জোর পূর্বক দখল করে রেখেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে গড়পাড়ার বাংলাদেশ হাট বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হুমায়ন কবীর বলেন, তারের ওপর কলাগাছ পড়ে ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পেয়ে সংযোগ দিতে গেলে শেফালী ও তার ভাই ময়নাল বাধা দেয়। বর্তমানে পরিবারটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।  উভয় পক্ষের বিরোধ মিটে গেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।  

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury