নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেলের হারিয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র শর্টগান উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
আজ শুক্রবার ( ৪ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত) মোঃ বশির আহমেদ এর িক িশা় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, এর তত্ত্বাধায়নে এবং মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহর নেতৃত্বে একটি টিম থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মানিকগঞ্জ থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের মানোরা এলাকার বন বিভাগের উত্তর পাশে মহাসড়কের ঢালে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান অস্ত্র পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বোর পাঁচ টার দিকে ০১টি ম্যাগজিন সহ শর্টগান আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শর্টগানটি ১২ বোর সচল শর্টগান, যাহা কাঠের বাট সহ ব্যারেল পর্যন্ত লম্বা ৩৪.৫ ইঞ্চি, যাহার গায়ে ইংরেজিতে Daglioglu Silah. 16 F.D 63, Made in SANLIURFA/ TURKEY লেখা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইতিপূর্বে এই অস্ত্র সংক্রান্তে জনাব সুলতানুল আজম খান আপেল এর লাইসেন্সকৃত ০১টি অস্ত্র খুজে পাওয়া যাচ্ছে না মর্মে মানিকগঞ্জ থানায় একটি জিডি হয়েছিল। যাহার জিডি নং-১৬৭/২৪, তারিখ-০৪/০৮/২০২৪ইং । পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রের সাথে জিডির দায়ের কৃত অস্ত্রের মিল পাওয়া গেছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, উদ্ধারকৃত শর্টগানটি মানিকগঞ্জ থানার মালামালখানায় জমা আছে। উক্ত বিষয়ে আইনগত ব্য ্রক্রিয়াীন রয়েছে বলেও জানান তিনি।