স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আবদুল মতিনকে (৩৭)’কে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা জেলার বংশাল থানাধীন জল্লাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ৪, ও র্যাব-১০, এর সদস্যরা।
দন্ডপ্রাপ্ত মোঃ আবদুল মতিন ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ আবদুল মতিন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট ২০২৪ তারিখ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলায়ন করে দেশের বিভিন্ন স্থান নেে আত্োগোপন করে রাখে।
তারা আরও জানায়, জয়নাল মিয়া (৫৫) ব্রাহ্মণবাড়ীয়া সদর থানাধীন ভাটপাড়া এলাকায় আমতলী বাজারে নিরাপত্তা প্রহরীর চাকুরী করত। সে গত ২০১৪ সালের ১৪ জুলাই রাতে তার সহযোগী হুমায়ুন ও অজ্ঞাতনামা ২/৩ জন নিয়ে উপরোক্ত বাজারে প্রবেশ করে জনৈক সেলিম মিয়ার দোকানে চুরি করার উদ্দেশ্যে ঝাপ খুলতে শুরু করে। অতঃপর ভুক্তভোগী জয়নাল উক্ত কাজে বাধা দিলে আসামী মতিন ও তার সহযোগী হুমায়ুন ও অজ্ঞাতনামা ২/৩ জন অতর্কিতভাবে তার উপর হামলা করে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এই ঘটনায় তার ছেলে ব্রাহ্মণবাড়ীয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বিচারক দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৭ই সেপ্টেম্বর আসামি মতিনকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন।
মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে কোনাবাড়ি , গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।