স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে সিরাতুন্নবী (স:) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহিদুর রমান।
আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বলড়া মতলবপুর আদর্শ দাখিল মাদরাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার সভাপতি মুহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকিজ টেক্সটাইল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মো: হারেজ উদ্দিন, মানিকগঞ্জ মাদরাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইশ এম মুহসিনুল ইসলাম, অত্র মাদরাসার পরিচালক মো: জাহিদুল ইসলাম সহ অনেকে।
সদর ও হরিরামপুর উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষার্থীদের হযরত মুহাম্মদ (স:) এর জীবনীর উপরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
।