1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সিঁদুর খেলার পর ত্বকের যত্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেস্ক,

দশমীতে হিন্দু ধর্মাবলম্বী নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। সিঁদুর খেলা অনেক আনন্দের হলেও এতে ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি আছে। সিঁদুরে থাকে কৃত্তিম রং, সীসা এবং মারকিউরি সালফাইটসহ একাধিক ক্ষতিকর রাসায়নিক উপাদান। এসব উপাদান মিশ্রিত সিঁদুর ত্বকে লাগলে অ্যালার্জি, ব়্যাশ ইত্যাদি হতে পারে। এমনকি মুখ ফুলেও যেতে পারে। আবার জ্বালাও অনুভব করতে পারেন। সিঁদুর খেলার পর ত্বকের যত্ন কীভাবে নেবেন জেনে নিন।

শুরুতেই মুখ ধুয়ে না ফেলে আগে সিঁদুরের গুঁড়া মুখ থেকে ঝেড়ে ফেলুন। এরপর ক্লিনজিং করে নিতে পারেন। এজন্য অয়েল বেড কনজ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তবে সিঁদুর তোলার জন্য মুখে খুব জোরে জোরে স্ক্রাব করবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। হালকা অয়েল বেসড ক্লিনজার লাগিয়ে  নিন। তারপর ওয়াটার বেসড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। এবং পরিষ্কার পানি দিয়ে ফেলুন। 

মুখ ধোয়ার পরে মুখে টোনার লাগিয়ে নিতে পারেন। এতে ত্বকের শুষ্কতা দূর হয়ে যাবে। টোনিং করা হয়ে গেলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। সবশেষে ত্বক ময়েশ্চরাইজ করুন। এজন্য মুখের ত্বকে পুরু করে মায়েশ্চারাজার লাগিয়ে নেবেন। যাতে ত্বক পুরোপুরি সতেজতা ফিরে পায়। 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury